




আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তায়ালা ওয়া বারকাতুহু। উত্তর চট্টলার আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল মুস্তফা মডেল মাদ্রাসা ইসলামি শিক্ষা অর্জনের অন্যতম মারকায হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। আর আমি ব্যক্তিগত ভাবে অত্র প্রতিষ্ঠানের একজন নগণ্য খাদেম হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। দক্ষ পরিচালনা কমিটি, শিক্ষকদের দ্বারা অত্র দ্বীনি শিক্ষা নিকেতন স্বীয় মহীমায় এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যেন আধুনিক ও দ্বীনি শিক্ষা অর্জন করে সমাজ,দেশ ও জাতির সেবা করতে পারে এই আশা ব্যক্ত করি ও অত্র প্রতিষ্ঠানের র্দীঘায়ু কামনা করছি।
সমস্ত প্রশংসা মহান রবের তরে ও লাখো কোটি দরূদ ও সালাম হুজুর পাক সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন দারুল মুস্তফা মডেল মাদ্রাসা আধুনিক ও দ্বীনি শিক্ষার আদলে গড়া একটি আর্দশ প্রতিষ্ঠান। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ও শিক্ষার্থীদের দ্বীনি, নৈতিক শিক্ষায় গড়ে তোলার ব্যাপারে অত্র দ্বীনি শিক্ষা নিকেতন বদ্ধ পরিকর। পড়াশোনার পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামআত এর মতাদর্শের অনুসারী, নবী প্রেম, আউলিয়া কেরামগণের প্রতি ভালবাসা সৃষ্টি, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদেও তৈরি করায় এই প্রতিষ্ঠানের মোক্ষম লক্ষ্য। সর্বোপরি দক্ষ শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের পাঠদান প্রদান ও নেতৃত্বের গুণ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারে অত্র মাদ্রাস অসমান্য অবদান রেখে চলেছেন। আমি অত্র মাদ্রাসার তাদের স্বীয় গুণ অক্ষুন্ন রেখে সম্মুখপানে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
এতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন দারুল মুস্তফা মডেল মাদ্রাসা চট্টগ্রাম জেলা ও হাটহাজারী জেলার অন্যতম একটি দ্বীনি মারকায। আহলে সুন্নাত ওয়া জামাআত ও আলা হযরত আহমদ রেজা খান বেরেলভী ( রহ) আক্বীদায় উপর পরিচালিত একটি দ্বীনি শিক্ষা কেন্দ্র। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ও কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ব্যাপারে অত্র প্রতিষ্ঠান অসমান্য অবদান রেখে চলেছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও আধুনিক বিষয়ের সম্বনয়ে অত্র মাদ্রাসার পাঠদান কার্যক্রম ব্যহত রয়েছে, যাতে শিক্ষার্থীরা সকল বিষয়ে সমান দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। সর্বোপরি মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষকমন্ডলী,শিক্ষাথী,শুভাকাঙ্খী ও অভিভাবকদের কৃতজ্ঞতা প্রকাশ করে অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি।
| November 10, 2025 18 Jumādā al-Ula 1447
Zuhr ইকামাহ
12:07১২:০৭ pm৪ Hour ২১ Minute |
||
|---|---|---|
| সালাত | শুরু | ইকামাহ |
| Fajr | ৪:৪৫ am | ৫:১৫ am |
| Sunrise | ৬:০২ am | |
| Zuhr | ১১:৩৭ am | ১২:০৭ pm |
| Asr | ৩:৩৫ pm | ৩:৫০ pm |
| Maghrib | ৫:১১ pm | ৫:১২ pm |
| Isha | ৬:২৮ pm | ৬:৫৮ pm |
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী পাঠদানে দারুল মুস্তফা মডেল মাদরাসার প্রতিষ্ঠা। শিক্ষার্থীদের ইসলামের শ্বাশত শিক্ষা, আত্মার উন্নয়নে আধ্যাত্মিক শিক্ষা ও প্রতিযোগিতার বিশ্বে দক্ষ জনশক্তি হিসেবে গঠনে দারুল মুস্তফা একটি অনুপম শিক্ষা নিকেতন। নিয়মিত পাঠদানের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম আ্যকটিভিটিসের প্রতিও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয় দারুল মুস্তফায়।
Mostbet’s loyalty program mostbet online was designed to attract new users and get them to spend more, in addition to to help keep the loyalty of old customers. Bukmeker kontorunda avtorizasiyadan mostbet qeydiyyat sonra 1win, siz depazit qoya və həyat çıxara biləcəksiniz. Dans cet reportage, https://casino-en-ligne-fr.com nous avons analysé le mécanisme de évacuation la casino. Position Support Casinozer Reviews Read tortuga casino Customer Service Reviews Of Casinozer C'est Vrai Essentiel Of 21