অনুদান

কেন অনুদান করবেন?

 আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমরা দান প্রকাশ্যে করো, তবে তা উত্তম; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো, আল্লাহ তা অবগত আছেন।’

সুরা-২ বাকারা, আয়াত: ২৭১

 হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রসুলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সদকা করে আর আল্লাহ হালাল ব্যতীত অন্যকিছু গ্রহণ করেন না, আল্লাহতায়ালা ওই সদকাকে তার ডান হাতে গ্রহণ করেন এরপর তিনি তা লালন করেন, যেমন তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন করে এমনকি একসময় সে সদকা পাহাড়তুল্য হয়ে যায়’ 

বোখারি : ১৪১০

অনুদান করুন

First Security Islami bank Ltd.

Darul Mustafa Model Madrasah
A/C: 209513100000452
Chittagong University 1 No Gate Sub -Branch