দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী পাঠদানে দারুল মুস্তফা মডেল মাদরাসার প্রতিষ্ঠা। শিক্ষার্থীদের ইসলামের শ্বাশত শিক্ষা, আত্মার উন্নয়নে আধ্যাত্মিক শিক্ষা ও প্রতিযোগিতার বিশ্বে দক্ষ জনশক্তি হিসেবে গঠনে দারুল মুস্তফা একটি অনুপম শিক্ষা নিকেতন। নিয়মিত পাঠদানের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম আ্যকটিভিটিসের প্রতিও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয় দারুল মুস্তফায়।